নিউইয়র্ক ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ২৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক অভিনন্দন বার্তায় পাকিস্তানকে পরাজিত করায় দলের সকল খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।
পাকিস্তান: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশের সময় : ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক অভিনন্দন বার্তায় পাকিস্তানকে পরাজিত করায় দলের সকল খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।
পাকিস্তান: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।
হককথা/এমউএ