নতুন রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

- প্রকাশের সময় : ০২:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ৮৯ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ সোমবার এক বার্তা পাঠিয়ে এই অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট অভিনন্দন বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং তার নিজের এবং চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।
আরোও পড়ুন। বঙ্গভবন ছেড়ে কোথায় উঠবেন সাবেক রাষ্ট্রপতি
শি জিনপিং উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং উভয়কে সহযোগিতাকে করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ওই সম্পর্ক সবার জন্য উদাহারণ। এর আগে সোমবার বেলা ১১টায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পর পরই দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সূত্র : কালের কন্ঠ
সুমি-হককথা