ধর্মীয় সংখ্যালঘুদের উপেক্ষা করছে আওয়ামী লীগ : ঐক্য পরিষদ

- প্রকাশের সময় : ০৬:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১১২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : সরকারি দল আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বাজেট বরাদ্দ সীমাহীন অবজ্ঞা, অবহেলা ও বৈষম্যের সুস্পষ্ট প্রমাণ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ এসব অভিযোগ করে। ‘ধর্ম মন্ত্রণালয়ের বাজেট বৈষম্য’ শিরোনামে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলের কাছেও যদি আজ আমরা উপেক্ষা ও অবহেলার শিকার হই, সেটা দুঃখজনক। সরকারি দল যদি হেফাজতে ইসলাম ও জামায়াতকে অবলম্বন করে থাকে, তাহলে পরিষ্কার করে বলতে চাই– দেশ একটি অন্ধকার জায়গায় চলে যাচ্ছে। দেশটা পাকিস্তান কিংবা আফগানিস্তান হয়ে যাক, সেজন্য তো মুক্তিযুদ্ধ হয়নি।’
লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মাত্র ৬ দশমিক ৪ শতাংশ। পাঁচ দশক ধরে সংখ্যালঘুরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্য এখনও চলছে।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো– রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ দিয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনে রূপান্তর; সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন; সংখ্যালঘুদের সঠিক শুমারির উদ্যোগ গ্রহণ; প্রতিটি জেলা-উপজেলায় মডেল মন্দির/প্যাগোডা/গির্জা ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন; বাজেটে সংখ্যালঘুদের কল্যাণে ৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীন কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জাতীয় পে-স্কেলভুক্ত করা।
ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, ভিক্ষু সুনন্দপ্রিয়, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু প্রমুখ।-সূত্র : সমকাল
নাসরিন /হককথা