নিউইয়র্ক ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাকার উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ : আইএসপিআর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৪৭ বার পঠিত

ঢাকা ডেস্ক: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। আহতরা হলেন:
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।
সবমিলিয়ে এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।

কীভাবে বিধ্বস্ত হলো বিমানটি? উদ্ধার কাজ কতদূর?
এদিকে বিমান বিধ্বস্তের খবর সম্পর্কে দৈনিক জনকন্ঠ জানায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় সময় সোমবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি। স্বাভাবিক পাঠদানের পরিবেশ মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে, যখন একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায় পুরো একটি ভবন। দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান-এফ-৭ বিজিআই মডেলের। বিমানটি চালাচ্ছিলেন বাফা’র ৭৬তম ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনের ওপর বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক। বিকট শব্দে কেঁপে উঠে আশপাশ, ছুটে আসে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রæত উদ্ধার কাজে যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী ও কিছু অভিভাবক গুরুতর দগ্ধ হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ জন দগ্ধ রোগী সেখানে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, ইনস্টিটিউটে অতিরিক্ত ১০-১৫ জনের ব্যবস্থা থাকলেও পরবর্তী রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, যা প্রস্তুত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লাস চলাকালীন হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে। ক্যাম্পাস জুড়ে ধোঁয়া, কান্না ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আইসিইউতে রাখা হয়েছে বেশ কয়েকজনকে, যাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঢাকার উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ : আইএসপিআর

প্রকাশের সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ঢাকা ডেস্ক: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। আহতরা হলেন:
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।
সবমিলিয়ে এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।

কীভাবে বিধ্বস্ত হলো বিমানটি? উদ্ধার কাজ কতদূর?
এদিকে বিমান বিধ্বস্তের খবর সম্পর্কে দৈনিক জনকন্ঠ জানায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় সময় সোমবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি। স্বাভাবিক পাঠদানের পরিবেশ মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে, যখন একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায় পুরো একটি ভবন। দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান-এফ-৭ বিজিআই মডেলের। বিমানটি চালাচ্ছিলেন বাফা’র ৭৬তম ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনের ওপর বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক। বিকট শব্দে কেঁপে উঠে আশপাশ, ছুটে আসে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রæত উদ্ধার কাজে যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী ও কিছু অভিভাবক গুরুতর দগ্ধ হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ জন দগ্ধ রোগী সেখানে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, ইনস্টিটিউটে অতিরিক্ত ১০-১৫ জনের ব্যবস্থা থাকলেও পরবর্তী রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, যা প্রস্তুত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লাস চলাকালীন হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে। ক্যাম্পাস জুড়ে ধোঁয়া, কান্না ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আইসিইউতে রাখা হয়েছে বেশ কয়েকজনকে, যাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।