ঢাকায় ফেলনা কাঠে দেশের ইতিহাস
- প্রকাশের সময় : ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০১ বার পঠিত
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ লিখেছিলেন বিখ্যাত ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি। পরবর্তী সময়ে এটি কণ্ঠে তুলে নিয়েছিলেন আরেক বিখ্যাত গায়ক বব ডিলান। স্মরণীয় এই কবিতাটি গতকাল শনিবার দেখা গেল ভিন্নভাবে উপস্থাপিত হতে। পূর্ণ কবিতাটি দেয়ালে টাঙিয়ে তার ঠিক নিচে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কবিতার প্রেক্ষাপট।
সমুদ্রসৈকতে ভেসে আসা কাঠের টুকরা দিয়ে পুরো দৃশ্যটি নির্মাণ করেছেন প্রবাসী ভাস্কর আখতার আহমেদ রাশা। এতে দেখা যাচ্ছে, একদল অসহায় নারী, শিশু ও বয়স্ক মানুষ প্রাণ বাঁচাতে ছুুটছে। মাথায় ও কাঁধে রয়েছে শেষ সম্বল লোটাকম্বলটুকু। শিল্পীর ব্যবহৃত এই কাঠকে ইংরেজিভাষী দেশে বলা হয় ড্রিফট উড—ভেসে আসা কাঠ।
রাশার শিল্পভুবন এই মাধ্যমটিকে ব্যবহার করেই নির্মিত। সমুদ্রসৈকত থেকে কুড়িয়ে পাওয়া গাছের গুঁড়ি ও ডাল দিয়ে তৈরি অর্ধশতাধিক শিল্পকর্ম নিয়ে ধানমণ্ডির সফিউদ্দীন শিল্পালয়ে চলছে আখতার আহমেদ রাশার একক ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘শিকড়ে প্রোথিত ভালোবাসায় প্রসারিত’।
শিল্পকর্মগুলোতে বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিককালের রোহিঙ্গা সংকট, করোনা মহামারির পাশাপাশি বাংলাদেশের চিরন্তন নৈসর্গিক সৌন্দর্য উঠে এসেছে।
একাত্তরে মুক্তিকামী বাঙালির পক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট আয়োজনের কারিগররাও তাঁর সৃষ্টির বিষয়। শিল্পী রফিকুন নবীর জনপ্রিয় কার্টুন চরিত্র টোকাইকেও রাশা নিজের শিল্পকর্মের বিষয় বানিয়েছেন।
তবে তাঁর কাজে প্রধানত উঠে এসেছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য। আখতার আহমেদ রাশা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তাঁর শিল্পচেতনা ও দক্ষতার বিকাশ ঘটেছে।
প্রদর্শনীর জন্য এখন তিনি জন্মভূমিতে। অনেক আগে ফেলনা জিনিস দিয়ে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর তৈরি শিল্পকর্মের এক প্রদর্শনী দেখে ইংরেজি সাহিত্যের স্নাতক রাশার এই মাধ্যমের প্রতি আগ্রহ জন্মে। এরপর একসময় সমুদ্রসৈকতে ভেসে আসা কাঠ দিয়েই নির্মাণ করতে থাকেন শিল্পকর্ম।
শিল্পী আখতার আহমেদ জানান, সাগরভাসা কাঠ বেশ টেকসই ও সুন্দর হয়। তবে তা সংগ্রহ করা কঠিন। সংগ্রহ করার পর পরিষ্কার করে হাতুড়ি-বাটাল দিয়ে শৈল্পিক রূপ দেওয়াও কঠিন ও সময়সাপেক্ষ কাজ।
প্রদর্শনীর অনেক শিল্পকর্মই অবয়বধর্মী। ফেলনা কাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিখ্যাত অনেক ব্যক্তিত্বের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী। বাঙালির রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন ঘটনার দৃশ্য নির্মিত হয়েছে বেশ কয়েকটি শিল্পকর্মে। শিল্পী জানিয়েছেন, ভাস্কর্যের চোখ, নাক ও ঠোঁট তৈরি করতে কাঠের গুঁড়া, সিমেন্ট ও আঠা ব্যবহার করেন তিনি।
যুক্তরাষ্ট্রে আখতার আহমেদ রাশার শিল্পকর্মের একাধিক একক প্রদর্শনী হয়েছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম একক প্রদর্শনী। গত বৃহস্পতিবার উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে তা। সূত্র : কালের কন্ঠ
বেলী/হককথা