ড. ইউনূসের পক্ষে বৃটিশ প্রধানমন্ত্রীর শ্বশুর
- প্রকাশের সময় : ০৬:২৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৫৮ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : অতি সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর যে ৪০ জন বিশ্বনেতা খোলা চিঠি লিখেছেন তাদের সবাই নিজ নিজ ক্ষেত্রে আপন মহিমায় উজ্জ্বল। তাই খুব স্বাভাবিকভাবেই তাদের নাম-পরিচয় নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতুহল।
ওই ৪০ জনের মধ্যে যেমন দীর্ঘ এক দশক ধরে জাতিসংঘের মহাসচিব হিসবে দায়িত্ব পালন করা বান কি মুন রয়েছেন, তেমনি রয়েছেন বৃটিশ বিলিয়নিয়ার ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসনের মতো ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের মতো নারী যেমন রয়েছেন, তেমনি হলিউডের বিখ্যাত অভিনেত্রী ও মানবাধিকারকর্মী শ্যারন স্টোনের মতো নারীও রয়েছেন। বাদ যান নি সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পুত্র টেড কেনেডি জুনিয়রও। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেনেডি পরিবার ব্যাপক প্রভাবশালী বলেই শোনা যায়।
তবে, এসব কিছু ছাপিয়েও ওই ৪০ জনের তালিকার একটি নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সে নামটি হলো: নারায়ণ মূর্তি। অনেকেই জানেন বিলিয়নিয়ার ব্যবসায়ী এন.আর. নারায়ণ মূর্তি ভারতের অন্যতম শীর্ষ ধনী। তিনি বিখ্যাত তথ্যপ্রযুক্তিভিত্তিক বহুজাতিক কোম্পানি ইনফোসিসের সহ–প্রতিষ্ঠাতা। তিনি ফরচুন ম্যাগাজিনের এ সময়ের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন। গত বছরের অক্টোবর পর্যন্ত নারায়ণের সম্পত্তির মূল্য সাড়ে চারশ কোটি ডলার বলে এক হিসেবে জানিয়েছিল ফোর্বস। সে হিসেবে তিনি তখন বিশ্বের ৬৫৪ তম শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন।
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাকে ‘ভারতের আইটি খাতের জনক’ বলে আখ্যায়িত করেছিল। তিনি ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্ম বিভূষণ’ এবং দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী’তে ভূষিত হয়েছিলেন। তবে, নারায়ণ মূর্তিকে নিয়ে ব্যাপক আলোচনার কারণ এসব নয়। মূল কারণঃ তিনি বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর। অনুসন্ধানে জানা যায়, নারায়ণ মূর্তির স্ত্রীর নাম সুধা মূর্তি। এই দম্পতির দুই সন্তান। ছেলে রোহান মূর্তি এবং মেয়ে অক্ষতা মূর্তি। বলাবাহুল্য, অক্ষতা মূর্তিরই স্বামী হলেন বৃটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে নতুন এক ইতিহাস গড়ে বৃটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি দেশটির প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন। একইসাথে প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং অভিবাসী পরিবারের সন্তান হিসেবে তিনি বৃটেনের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন।
সুমি/হককথা