ট্রাম্পের ক্ষমতা গ্রহণেও বাংলাদেশ নীতি বদলাবে না: রাষ্ট্রদূত মুশফিকুল

- প্রকাশের সময় : ০১:২১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১০৭ বার পঠিত
আমেরিকার দুই দলের সাথেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে। এজন্য আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে না বলে জানিয়েছেন দেশটিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে ল-রিপোর্টাস ফোরামের সঙ্গে আলাপের সময়, সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় দীর্ঘদিন হোয়াইট হাউজে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমেরিকার নতুন প্রেসিডেন্ট নীতি পাল্টে পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করবে, এমন ধারণা অবাস্তব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
রাষ্ট্রদূতের মতে, ভারতীয় লবিও এক্ষেত্রে কাজে আসবে না। মুশফিকুল ফজল আনসারী আরও জানান, আমেরিকায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।
রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রশাসন, হয়ত সব বলা যাবে না। কিন্তু এই টাকাগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে যথেষ্ট লেভারেজ আছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার এ বিষয়ে ইউকে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে, আমি জানি।’ সূত্র : ইনডিপেনডেন্ট