বিজ্ঞাপন :
টাঙ্গাইল জেলা বিএনপি’র নতুন কমিটি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
- / ১০১৪ বার পঠিত
টাঙ্গাইল: বাংলাদেশ জাতীয়তাবাদীল দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা আর সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিককে এই কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ মে শুক্রবার সকালে এ কমিটির অনুমোদন দেন। এ অনুমোদন প্রাপ্ত কমিটির বর্তমান সদস্য মোট ৩১। পরবর্তী তিনমাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলেও জানান তিনি।