জয়ের মন্তব্য না নিয়ে রিপোর্ট প্রকাশের জন্য বিবিসি’র দুঃখ প্রকাশ
- প্রকাশের সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০১৬
- / ৯১৯ বার পঠিত
ঢাকা: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য না নিয়ে ওয়াশিংটনে ইসরাইলের একজন রাজনীতিবিদের সঙ্গে তার তথাকথিত বৈঠকের খবর প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে। বিবিসি’র গ্লোবাল নিউজ করপোরেট কম্যুনিকেশন ম্যানেজার পল রাসমুসেন এক বিবৃতিতে বলেন, ‘মি. ওয়াজেদের মন্তব্য না নিয়ে রিপোর্ট প্রকাশের জন্য আমরা দুঃখিত। এই ভুলের আলোকে আমরা আমাদের সম্পাদকীয় প্রক্রিয়া জোরদার করবো।’
বিবিসি’র বিবৃতিতে বলা হয়, গত ২৮ মে ইসরাইলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি’র সাক্ষাৎকার প্রচারের আগে বিবিসি জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলো। ওই সাক্ষাৎকারে মেন্দি এন সাফাদি ওয়াশিংটনে জয়ের সঙ্গে বৈঠক করার কথা দাবি করেন। পরের দিন জয় তার ফেসবুকে সাফাদির সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে বলেন, এটি মিথ্যা ও বানোয়াট। ক্ষমতাসীন আওয়ামী লীগ বার বার সাফাদির এই দাবিকে বিএনপি’র সাজানো নাটক বলে উল্লেখ করে আসছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মাহবুব-উল আলম হানিফও এক বিবৃতিতে বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপি নেতারা তাদের সরকার উৎখাতের চক্রান্ত থেকে জনগণের মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে জয় ও সাফাদির বৈঠকের এই নাটক সাজিয়েছেন।
বিবৃতিতে হানিফ বিবিসি’কে সতর্ক হওয়ারও আহবান জানান। তিনি বলেন, প্রবাসী বিএনপি নেতা জ্যাকব মিল্টন এই সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার গ্রহণকালে তিনি উদ্দেশ্যমূলকভাবে সাফাদিকে প্রশ্ন করেন বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগে আর কোনো বাংলাদেশী রাজনীতিবিদের সঙ্গে তার বৈঠক হয়েছে কি-না। এতে প্রমাণ হয়, এটি একটি সাজানো নাটক।