জেএসসিতে পাসের হার বেশি বরিশালে, কম চট্টগ্রামে
- প্রকাশের সময় : ০৬:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
- / ৮১০ বার পঠিত
এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আটটি বোর্ডের মধ্যে পাসের হারে প্রথম হয়েছে বরিশাল বোর্ড। পিছিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড।
জেএসসিতে বরিশাল বোর্ডের ৯৭ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বরিশাল ক্যাডেট কলেজ বোর্ড সেরা হয়েছে।
পাসের হারে দ্বিতীয় হয়েছে রাজশাহী বোর্ড। বোর্ডটিতে পাসের হার ৯৫ দশমিক ৩২ শতাংশ। ফলাফলে বোর্ড-সেরা হয়েছে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
৯৩ দশমিক ৭৫ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে সেরা হয়েছে কুমিল্লা জিলা স্কুল। পাসের হারে চতুর্থ স্থানে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ।
পঞ্চম স্থানে থাকা সিলেট বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৫৭ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১০ শতাংশ। পাসের হারে ষষ্ঠ স্থানে থাকা বোর্ডটিতে সেরা হয়েছে রংপুরের ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৬ শতাংশ। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বোর্ডে সেরা হয়েছে। পাসের হারে সবচেয়ে পিছিয়ে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ২৯ শতাংশ।
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দেশসেরা হয়েছে উত্তরা তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা।