জননেতা আ. মান্নানের ১০ মৃত্যুবার্ষিকী ৪ এপ্রিল

- প্রকাশের সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫
- / ২৩৪৩ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী, ‘জাতির জনক’ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী জননেতা আব্দুল মান্নানের ১০ মৃত্যুবার্ষিকী ৪ এপ্রিল। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
টাঙ্গাইলের কৃতি সন্তান আব্দুল মান্নান মৃত্যুর সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্নাঢ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুল মান্নান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-১ (সদর-দেলদুয়ার) আসন থেকে একাধিকবার সদস্য নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল (বর্তমানে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল)সহ অনেক জনকল্যাণমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে দিয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন টাঙ্গাইলবাসীদের হৃদয়ে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন আর একজন সফল ও আদর্শবান রাজনীতিক হিসেবে ‘টাঙ্গাইলের মান্নান’ বলে গোটা বাংলাদেশেই রয়েছে তার পরিচিতি।
জননেতা আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ টাঙ্গাইল জেলাবাসী ও প্রবাসী টাঙ্গাইলবাসী গভীর শ্রদ্ভায় তাকে স্মরণ এবং তার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।