চার দেশে নতুন রাষ্ট্রদূত ॥ নিউইয়র্কের শামীম আহসান মরিশাসে

- প্রকাশের সময় : ১২:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
- / ১০৪১ বার পঠিত
ঢাকা: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউরোপ ও এশিয়ায় বাংলাদেশের চারটি মিশনে রাষ্ট্রদূত পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুই রাষ্ট্রদূতকে বদলি, এক রাষ্ট্রদূতকে আঞ্চলিক জোটের প্রধান পদে মনোনয়ন এবং দুই কূটনীতিককে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত সোমবার জানান, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে ঢাকায় অবস্থিত বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমসটেকের মহাসচিব পদে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে জোটের সদস্য অন্য ছয় দেশকে এই মনোনয়নের কথা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) নেপালে অনুষ্ঠেয় বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
ফ্রান্সে শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার পদে বদলি করা হচ্ছে। মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। আর মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানকে।
ছবিতে (বা থেকে, ক্লকওয়াইজ) এম শহীদুল ইসলাম, কাজী ইমতিয়াজ হোসেন, রেজিনা আহমেদ, মো. শামীম আহসান ও মোহাম্মদ সুফিউর রহমান।(প্রথম আলো)