কুষ্টিয়ায় ভাঙচুরের পর এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা

- প্রকাশের সময় : ০৯:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৪ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : কুষ্টিয়ায় এবার ‘সার্বক্ষণিক পুলিশ প্রহরা’র মধ্যেই বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায় উঠে এক ব্যক্তি নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ভাস্কর্যের ভাবগাম্ভীর্যকে অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার বেলা ৩টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড়স্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে ঘটে যাওয়া এই ঘটনার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে জেলার আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কাবিল হোসেন বলেন, দুপুরের পর এক ব্যক্তি গ্রে রঙয়ের ফুলপ্যান্ট, কোমড়ে জড়ানো গাঢ়ো লাল রঙয়ের সোয়েটার গায়ে নেভি ব্লু গেঞ্জি এবং পায়ে কালে রঙয়ের জুতা পরিহিত অবস্থায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বেয়ে ওপরে উঠে নানা অঙ্গভঙ্গি করতে থাকেন। অনেকেই কৌতুহলবশত লোকটাকে পাগল মনে করে তাকিয়ে দেখছিলেন। কেউ কেউ মোবাইল দিয়ে ছবিও তুলছিলেন। কিছুক্ষণের মধ্যে সেখানে আশপাশ থেকে লোক জড়ো হয়। এ সময় একজন ভদ্রলোক ওই ব্যক্তিকে ডেকে নেমে আসতে বলেন।
এ বিষয়ে এই ভাস্কর্য নির্মাণ ও স্থাপন কর্তৃপক্ষ কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি শনিবার দুপুরের পর কোনো একটা পাগল নাকি বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায় উঠেছিলো। আমি সেখানে আমাদের লোক পাঠিয়েছি দেখতে, কোনো ক্ষতি হয়েছে কি না। তাছাড়া বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও অবগত করেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যূরালের পবিত্রতা বা নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের সবার। যে ব্যক্তি ম্যূরালের মাথায় উঠে এই অবমাননা করেছে, সে আসলে আদৌ পাগল কি না সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা কুষ্টিয়া পৌরসভা গ্রহণ করবে।
গত ২০২০ সালের ৪ ডিসেম্বর গভীর রাতে নির্মাণাধীণ এই ম্যূরাল ভাঙচুরের ঘটনায় সারাদেশে একটা সাড়া জেগেছিলো। তারপর থেকে সর্বসম্মতিক্রমে এই ম্যূরালের নিরাপত্তা রক্ষায় সেখানে পুলিশ প্রহরা বসানো হয় বলেও জানান এই নির্বাহী প্রকৌশলী।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাব্বিরুল আলম জানান, ঘটনাটি শুনেই আমি দেখতে এসেছি প্রকৃত ঘটনা কি। আশপাশের ক্লজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার সময় সেখানে পুলিশ প্রহরা ছিলো কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে মাঝামাঝি শহরের প্রানকেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে আগে থেকে স্থাপিত শাপলা চত্বরকে অপসারণ করে সেখানে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ শুরু করা হয় কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে। নির্মাণকালে ওই বছরের ৪ ডিসেম্বর গভীর রাতে কিছু দুর্বৃত্ত নির্মিত বঙ্গবন্ধুর মুখমণ্ডল ও হাতের অংশ ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে। পরে ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করে পুলিশ।খবর বাংলাদেশ জার্নাল
হককথা/এমউএ