কামারুজ্জামানের ফাঁসি মুলতবি করার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
- প্রকাশের সময় : ০৯:৩১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
- / ৫৩৭ বার পঠিত
ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের শাস্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট মৃত্যুদন্ড নিশ্চিত করার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন সব মামলা ও যেকোন অবস্থায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিরোধিতা করেছে। তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও তাদের অবস্থান পরিষ্কার করেছে। ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি অত্যাসন্ন হওয়ার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ওই বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, বিশ্বজুড়ে মৃত্যুদন্ড বাতিল করার আহ্বান জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। এতে বলা হয়, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কোন অপরাধের প্রতিকার নয় এবং এতে সুষ্ঠু বিচার করতে আদালতের যে ব্যর্থতা তা অপরিবর্তনীয় থেকে যায়। তাই ইউরোপীয় ইউনিয়ন সব রকমের মৃত্যুদন্ড শিথিল করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাতিলের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকারকে মৃত্যুদন্ড মুলতবি করার আহ্বান জানানো হয়েছে। (দৈনিক মানবজমিন)