কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে পুরো জেলায় হরতাল
![](https://hakkatha.com/wp-content/uploads/2024/05/hakkathafav.png)
- প্রকাশের সময় : ১১:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫
- / ৯৫০ বার পঠিত
টাঙ্গাইল: বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরোত্তম) ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে। প্রতিবাদে পুরো জেলায় বুধবার (১৪ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেওয়ার পর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়।
দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ষড়যন্ত্রমূলকভাবে কাদের সিদ্দিকী এবং তার সহধর্মীনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা পুরো জেলায় হরতাল আহ্বান করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১২টায় রির্টানিং কর্মকর্তা আলিমুজ্জামান জানান, কাদের সিদ্দিকী দম্পতির মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপীর প্রমাণ পাওয়ায় তা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ অক্টোবর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।
আরো উল্লেখ্য, পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে আগামী ১০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরো উল্লেখ্য, লতিফ সিদ্দিকী সহদর আব্দুল কাদের সিদ্দিকী।