নিউইয়র্ক ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কর্মপরিষদ সদস্যসহ জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ৭৯ বার পঠিত

কুুড়িগ্রাম সদর থানা

বাংলাদেশ ডেস্ক : কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকালে সদর ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম- ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে রবিবার সকালে কুড়িগ্রাম জেলা সদরের যতিনেরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর প্রাক্কালে দলটির অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে সদর থানা পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা পুলিশ ১০ নেতাকর্মীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।

এদিকে, নেতাকর্মীদের গ্রেফতারে জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের গ্রেফতার আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।

সদর ও উলিপুর থানার ওসি জানান, গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কর্মপরিষদ সদস্যসহ জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

বাংলাদেশ ডেস্ক : কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকালে সদর ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম- ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে রবিবার সকালে কুড়িগ্রাম জেলা সদরের যতিনেরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর প্রাক্কালে দলটির অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে সদর থানা পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা পুলিশ ১০ নেতাকর্মীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।

এদিকে, নেতাকর্মীদের গ্রেফতারে জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের গ্রেফতার আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।

সদর ও উলিপুর থানার ওসি জানান, গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : বাংলা ট্রিবিউন