কক্সবাজার সৈকতে শতাধিক মৃত জেলিফিশ

- প্রকাশের সময় : ০৫:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১০১ বার পঠিত
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে শতাধিক মৃত জেলিফিশ। আজ শুক্রবার ভোরে সৈকতের কলাতলী পয়েন্টের উত্তরপাশে এগুলো পাওয়া যায়। দুপুরে জোয়ারের পানিতে আবারও সাগরে চলে গেছে জেলিফিশগুলো।
স্থানীয়রা জানান, প্রায়ই জেলেদের জালে ধরা পড়ে মারা যায় জেলিফিশ। স্থানীয় ভাষায় এগুলোকে নুইন্না বলে। কোনো কাজে না আসায় জেলেরা এগুলো ফেলে দিলে ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। এ ছাড়া নরম প্রজাতির হওয়ায় এমনিতেও এগুলো দ্রুত মরে যায়।
মৃত জেলিফিশ ভেসে আসার খবরে নমুনা সংগ্রহ করতে আসে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।
বেলাল বলেন, ‘বাংলাদেশের জেলেদের কাছে এ মাছের কোনো গুরুত্ব না থাকায় তারা জালে উঠলে এগুলো মেরে ফেলেন। মরে যাওয়া মাছগুলো কূলে ভেসে আসে। ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
‘এগুলো লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির। এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ক্ষতি হয় না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী। এটি নিয়ে গবেষণা চলছে।’
এর আগে গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে অসংখ্য জেলিফিশ ভেসে আসে।