ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা বিষয়ক আলোচনা
- প্রকাশের সময় : ১০:১৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
- / ৭৫৮ বার পঠিত
ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে নিরাপত্তা বিষয়ক চতুর্থ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বার্ষিক ওই বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক প্রধান উপসহকারী টড চ্যাপম্যান সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে। এই বৈঠককে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক এবং এই অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধি রক্ষায় দুপক্ষের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বর্ণনা করা হয়েছে।
বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে, কৌশলগত অগ্রাধিকার এবং আঞ্চলিক বিষয়, নিরাপত্তা সহযোগিতা, সাইবার-নিরাপত্তা, শান্তিরক্ষা, সামরিক সহযোগিতা এবং সন্ত্রাস বিরোধী অভিযান। বৈঠকে মানবিক সহায়তা এবং দুর্যোগে ত্রাণ, সমুদ্র ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়।ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা বিষয়ক আলোচনা