বিজ্ঞাপন :
ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুরে
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৯:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
- / ৪৮৩ বার পঠিত
হককথা ডেস্ক: সিঙ্গাপুরে পৌঁছেছে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার রাতে সেখানে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। সোমবার বিকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়ে। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। দুপুর সাড়ে তিনটার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সসহ গাড়ি বহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রওনা হয় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে। মাত্র দশ মিনিট সময়ের ব্যবধানেই তিনটা ৪০ মিনিটে ভিভিআইপি গেইট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে গাড়ি বহর।