নিউইয়র্ক ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবার শিক্ষার্থীদের পরনে কাফন, সামনে প্রতীকী লাশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / ৫৭ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে কাফনের কাপড় পরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অনশনে শুধু ২৩ শিক্ষার্থী নয়। ভিসি পদত্যাগ না করলে তাঁরাও অনশনে যাবেন।

এ সময় তাঁরা সামনে প্রতীকী লাশ নিয়ে অবস্থান শুরু করেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে অবস্থান শুরু করেন তাঁরা। এরপর গোল চত্বর থেকে মৌন মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অবস্থানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, ‘অনশনে যে ২৩ জন আছেন আমরা তাঁদের সঙ্গে আছি। দাবি আদায়ে আমরা অনড় থাকব। দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অনশনকারী অনেকের অবস্থা খারাপ। তাঁদের চিকিৎসা প্রয়োজন। আমাদের লাশের ওপর দিয়ে ভিসির যেতে হবে। ‘

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাঁদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে আরো একজনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। সুস্থ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।খবর কালের কন্ঠ
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এবার শিক্ষার্থীদের পরনে কাফন, সামনে প্রতীকী লাশ

প্রকাশের সময় : ০৭:৪২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

বাংলাদেশ ডেস্ক : শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে কাফনের কাপড় পরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অনশনে শুধু ২৩ শিক্ষার্থী নয়। ভিসি পদত্যাগ না করলে তাঁরাও অনশনে যাবেন।

এ সময় তাঁরা সামনে প্রতীকী লাশ নিয়ে অবস্থান শুরু করেন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে অবস্থান শুরু করেন তাঁরা। এরপর গোল চত্বর থেকে মৌন মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অবস্থানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, ‘অনশনে যে ২৩ জন আছেন আমরা তাঁদের সঙ্গে আছি। দাবি আদায়ে আমরা অনড় থাকব। দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অনশনকারী অনেকের অবস্থা খারাপ। তাঁদের চিকিৎসা প্রয়োজন। আমাদের লাশের ওপর দিয়ে ভিসির যেতে হবে। ‘

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাঁদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে আরো একজনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। সুস্থ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।খবর কালের কন্ঠ
হককথা / এমউএ