‘এখন দফা একটাই—এই সরকারের পদত্যাগ’
- প্রকাশের সময় : ১২:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৪৯ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আর ১০ দফা নয়, দফা একটাই—এই সরকারের পদত্যাগ। সংসদ ভেঙে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ ছাড়া দেশে কোনও নির্বাচন হতে দেবে না জনগণ। জনগণের সেই আন্দোলনের পাশে থাকবে বিএনপি।’ শনিবার (২০ মে) বিকালে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক প্রমুখ। বিকাল ৫টা ৪৬ মিনিটে বক্তব্য শুরু করে সন্ধ্যা ৬টা ৬মিনিট পর্যন্ত টানা ২০ মিনিট বক্তব্য রাখেন মির্জা ফখরুল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘মানে মানে কেটে পড়ুন, সময় শেষ হয়ে গেছে।’ বর্তমান সরকারের আমলে দলের নেতাকর্মীদের গুমের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের আমলে আমাদের ৬০০’র বেশি নেতাকর্মী খুন হয়েছেন। ইলিয়াস আলীসহ শত শত নেতাকর্মী গুম হয়েছেন। ইলিয়াস আলীর শিশুসন্তানের মতো অসংখ্য শিশু বাবার জন্য দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অসংখ্য স্ত্রী অপেক্ষা করছে স্বামীর জন্য—এই বুঝি স্বামী ফিরে আসছে।’
আরোও পড়ুন । খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ
মানুষের অধিকার কেড়ে নিয়ে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘তারা দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ অসহায়। সারের দাম কয়েকগুণ বেড়ে গেছে। মানুষ মাছ খেতে পারে না, মাংস খেতে পারে না।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ, এখন যারা আছেন, তারা ঠুঁটো জগন্নাথ। তাদের কোনও ক্ষমতা নেই।’ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেন, ‘এই সরকার রাতের অন্ধকারে জনগণের ভোট চুরি করেছে। এই সরকারকে দেশের মানুষ চায় না, বিদেশের কোনও সরকারও চায় না। এটা ২০২৪ সালের নির্বাচন; ২০১৮ সালের নয়। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু দেশের ১৭ কোটি জনগণ আপনাদের অপকর্ম ও বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকার হিসাব নেবে। আপনাদের পালানোর কোনও পথ থাকবে না। এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে।’ সূত্র : বাংলা ট্রিবিউন
বেলী/হককথা