এক টেবিলে আওয়ামী লীগ-বিএনপি নেতারা
- প্রকাশের সময় : ০২:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৮ বার পঠিত
বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রােপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠা দিবসে এক টেবিলে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের। অনুষ্ঠানে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় সেখানে ডিএমপি কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসান, রংপুর-১ আসনে জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান উপস্থিত ছিলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ডিএমপির আমন্ত্রণ পেয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনুষ্ঠানে অংশ নিয়েছি। পুলিশ জনতার প্রতিপক্ষ নয় বন্ধু, তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে- এই বার্তা দিতেই আমরা সেখানে যাই। এরমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে কুশল বিনিময় করেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পুলিশ জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবে, সহায়তা করবে- এটাই আমাদের প্রত্যাশা।
ডিএমপি সূত্র জানায়, বিএনপির ১০ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতি বছরই তাদের আমন্ত্রণ জানানো হয়। এদিকে, গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে বের হওয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে রাজারবাগে তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপিসহ রাজনৈতিক নেতা, বিচারক, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সূত্রঃ সাম্প্রতিক দেশকাল