নিউইয়র্ক ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

একদফা ঘোষণার সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৩২ বার পঠিত

বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: প্রতিবেদক

বাংলাদেশ ডেস্ক : বিএনপি ঢাকায় সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দিবে আজ। এ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা বাড়ার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পুলিশের ২৬ শর্ত যুক্ত ৩ঘণ্টার এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়া এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবে এক দফা ঘোষণার এ সমাবেশ। সকাল থেকেই ঢাকার বাহিরে থেকে আসা নেতাকর্মীরা নয়াপল্টনে শোডাউন ও মিছিল করছে।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল জড়ো হচ্ছে। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।- সূত্র : বাংলাদেশ জার্নাল

নাসরিন /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

একদফা ঘোষণার সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশের সময় : ০৫:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

বাংলাদেশ ডেস্ক : বিএনপি ঢাকায় সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দিবে আজ। এ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা বাড়ার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পুলিশের ২৬ শর্ত যুক্ত ৩ঘণ্টার এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়া এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবে এক দফা ঘোষণার এ সমাবেশ। সকাল থেকেই ঢাকার বাহিরে থেকে আসা নেতাকর্মীরা নয়াপল্টনে শোডাউন ও মিছিল করছে।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল জড়ো হচ্ছে। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।- সূত্র : বাংলাদেশ জার্নাল

নাসরিন /হককথা