নিউইয়র্ক ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসি গঠন : ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম আহবান করে বিজ্ঞপ্তি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) পদে নাম প্রস্তাব করতে আহ্বান জানিয়েছে সার্চ কমিটি।

গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সিইসি ও ইসির জন্য ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। এছাড়া সিইসি বা ইসি হিসাবে কাজ করতে আগ্রহী ব্যক্তিরাও তাদের নিজস্ব নাম পাঠাতে পারেন।

এই সময়ের মধ্যে তালিকা সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া বা ইমেইল (gfp_sec@cabinet.gov.bd) করা যাবে।

গতকাল বিকালে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন সার্চ কমিটির প্রথম সভায় রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে নির্বাচন কমিশন গঠনের নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সদ্য পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ বিল মোতাবেক এ সার্চ কমিটিকে দায়িত্ব ও কার্যবিধি সম্পন্ন করতে গেজেটে বলা হয়েছে। এছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে বলা হয়েছে।

সে অনুয়ায়ী গতকাল অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেন।

ইসি গঠনে সদ্য প্রণীত আইনে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি সিইসি ও অন্যান্য ইসি প্রার্থীদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে হবে কমিটিকে।

অনুসন্ধান কমিটি সিইসি ও ইসিদের প্রতি পদের জন্য দুজন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ পাঁচজনকে দিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

নতুন ইসি গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি সংলাপ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৫টি দল বঙ্গভবনে আলোচনায় যোগ দেয়। বিএনপিসহ সাতটি দল সংলাপের আমন্ত্রণে সাড়া দেয়নি।খবর সাম্প্রতিক দেশকাল
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসি গঠন : ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম আহবান করে বিজ্ঞপ্তি

প্রকাশের সময় : ০৮:০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) পদে নাম প্রস্তাব করতে আহ্বান জানিয়েছে সার্চ কমিটি।

গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সিইসি ও ইসির জন্য ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। এছাড়া সিইসি বা ইসি হিসাবে কাজ করতে আগ্রহী ব্যক্তিরাও তাদের নিজস্ব নাম পাঠাতে পারেন।

এই সময়ের মধ্যে তালিকা সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া বা ইমেইল (gfp_sec@cabinet.gov.bd) করা যাবে।

গতকাল বিকালে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন সার্চ কমিটির প্রথম সভায় রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে নির্বাচন কমিশন গঠনের নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সদ্য পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ বিল মোতাবেক এ সার্চ কমিটিকে দায়িত্ব ও কার্যবিধি সম্পন্ন করতে গেজেটে বলা হয়েছে। এছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে বলা হয়েছে।

সে অনুয়ায়ী গতকাল অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেন।

ইসি গঠনে সদ্য প্রণীত আইনে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি সিইসি ও অন্যান্য ইসি প্রার্থীদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে হবে কমিটিকে।

অনুসন্ধান কমিটি সিইসি ও ইসিদের প্রতি পদের জন্য দুজন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ পাঁচজনকে দিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

নতুন ইসি গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি সংলাপ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৫টি দল বঙ্গভবনে আলোচনায় যোগ দেয়। বিএনপিসহ সাতটি দল সংলাপের আমন্ত্রণে সাড়া দেয়নি।খবর সাম্প্রতিক দেশকাল
হককথা/এমউএ