নিউইয়র্ক ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউএনও ওয়াহিদার ওপর হামলা : প্রধান আসামি আসাদুলসহ আটক ২

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / ৫৭ বার পঠিত

ঢাকা ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়িতে প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে গুরুতর আহত করার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দুইজনকে আটক করেছে। এ ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদি হয়ে রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার অভিযোগে অন্যতম আসামী আসাদুল ইসলামকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় (বাংলাদেশ সময়) হিলির কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ জানান, অপর এক অভিযানে রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গির নামের এক যুবককে আটক করেন। জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা রানিগঞ্জের আবুল কালামের ছেলে। পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় দুষ্কৃতিকারীরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের প্রবেশ করে তাঁকে হত্যার উদ্যেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা বেদম মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। (দৈনিক কালের কন্ঠ)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউএনও ওয়াহিদার ওপর হামলা : প্রধান আসামি আসাদুলসহ আটক ২

প্রকাশের সময় : ১২:১৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

ঢাকা ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়িতে প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে গুরুতর আহত করার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দুইজনকে আটক করেছে। এ ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদি হয়ে রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার অভিযোগে অন্যতম আসামী আসাদুল ইসলামকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় (বাংলাদেশ সময়) হিলির কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ জানান, অপর এক অভিযানে রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গির নামের এক যুবককে আটক করেন। জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা রানিগঞ্জের আবুল কালামের ছেলে। পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় দুষ্কৃতিকারীরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের প্রবেশ করে তাঁকে হত্যার উদ্যেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা বেদম মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। (দৈনিক কালের কন্ঠ)