বিজ্ঞাপন :
আ.লীগ জঙ্গিবাদের আশ্রয়দাতা: খালেদা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪
- / ৯৪১ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ জঙ্গিবাদকে আশ্রয় দেয়। মদদ দেয়। প্রশ্রয় দেয়। তারা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে।
সোমবার রাজধানীর গুলশানে খুলনা ও বরিশালের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় লোকদের প্রশাসনে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। আর ভাল মেধাবী অফিসারদের ওএসডি করা হয়েছে। জোর করে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
খালেদা জিয়া বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি। তারা মানুষের বাড়ি ঘর দখল করছে। হামলা-মামলা করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে।
তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। বিচারকদের মামলার বিষয়ে আগেই বলে দেয়া হয়। আর যেসব বিচারক মামলার মেরিট দেখে বিচার করে তাদেরকে অপসারণের জন্য নতুন আইন করা হয়েছে।