আ.লীগ আর করোনার মধ্যে পার্থক্য নেই: রিজভী

- প্রকাশের সময় : ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৪৬ বার পঠিত
ঢাকা ডেস্ক : আওয়ামী লীগও মানুষের জীবন কেড়ে নেয়, করোনাও মানুষের জীবন কেড়ে নেয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আর মহামারি করোনাভাইরাসের মধ্যে কোনো পার্থক্য নেই।
সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন গাজীসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
সংলাপের বিরোধিতা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য, তিনি (শেখ হাসিনা) তামাশা করছেন। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপ ডাকাচ্ছেন। আল্টিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিফলন ঘটবে। তারা একটা তামাশা করে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারকে চিরদিন টিকেয়ে রাখার জন্য যা কিছু করার তিনি (প্রধানমন্ত্রী) সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেইটা আর লাভ হবে না।
দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তাকে সুচিকিৎসার সুযোগ দিন। এসময় তিনি সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তিও দাবি করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে ফেডারেল ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, বিএফইউজের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহীন হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।
হককথা / এমউএ