আট দফা দাবিতে মাঠে নামছে বিএনপি

- প্রকাশের সময় : ০৯:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ৭৭ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : সরকার পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা দাবিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য দলের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। কারণ মাঠের আন্দোলনে জনসম্পৃক্তা বাড়িয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে দলটি। এজন্য তারা বিভিন্ন কর্ম-পরিকল্পনা ঠিক করছেন বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার আইনের অযুহাত দেখিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দিচ্ছেন। এজন্য বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে রাজপথকেই বেছে নিয়েছে তারা। এই দাবিকেই সামনে রেখে মূলত বিএনপি রাজপথে নামবে। এর সঙ্গে আন্দোলনে অন্যন্যা দাবিগুলোকেও ধিরে ধিরে সম্পৃক্ত করা হবে।
যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ইতিমধ্যে রাজপথে নেমেছে বিএনপি। তার সুচিকিৎসার দাবিতে দলটি গণঅনশন, সমাবেশ, স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণ, বিক্ষোভ, দোয়া মাহফিল এবং মৌন মিছিলের মতো কর্মসূচি পালন করেছে। কিন্তু সমাবেশগুলো শেষ করতে পারেনি তারা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার উন্মুক্ত স্থানে জমায়েতে নিষেধাজ্ঞা দেয়ার পর এই কর্মসূচি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত সমাবেশের নতুন কোনো তারিখ নির্ধারিত হয়নি।
গত ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে প্রথম ধাপে ২৩ জেলায় সমাবেশ করেছে বিএনপি। এরপরে ৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার অনুমতির দাবিতে দেশের আরও ৪০ জেলায় সমাবেশের ঘোষণা করেছিলো বিএনপি। এরমধ্যে ইতোমধ্যে ৮টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলটি বলছে, বর্তমান সরকারের কাছে আইনের শাসন আশা করা যায় না। ন্যায়সঙ্গত কোনো দাবিও এই সরকার মানবে না। আর বিচার বিভাগের কাছেও সুবিচার আশা করা যায় না। এই অবস্থায় বর্তমান সরকারকে সরিয়ে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
আন্দোলেনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আমরা এখনো আছি। আর এই আন্দোলন চলমান রয়েছে।
এদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবির সাথে নতুন আরও ৭ দফা দাবিতে রাজপথে নামতে চাচ্ছে বিএনপি।
দাবিগুলো হচ্ছে: সরকারের পদত্যাগ, খুন, গুমের সাথে জড়িত নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা, মানবাধিকার নিশ্চিত, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিকেই মূলত সর্বোচ্চ প্রাধান্য দেবে দলটি।
এবিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ চাই। খুন ও গুমের সাথে জড়িত নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তাসহ সকলের নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের চাই। কারণ এই সরকারের পতনের মধ্য দিয়েই সৃষ্টি হবে সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ অপার সম্ভাবনার নতুন অধ্যায়।খবর বাংলাদেশ জার্নাল
হককথা/এমউএ