আজ বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ

- প্রকাশের সময় : ০৩:০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ৮৭ বার পঠিত
শত বাধা-বিপত্তির পাহাড় ডিঙিয়ে বিএনপি নেতাকর্মীরা আসছেন ফরিদপুরের সমাবেশস্থলে। সমাবেশকে কেন্দ্র করে চলছে পরিবহন ধর্মঘট। এতে ফরিদপুর শহর কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। বাস, লঞ্চসহ অন্যান্য যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া শহরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি চলছে তল্লাশি। শহরজুড়ে এক থমথমে অবস্থা বিরাজ করছে। এরমধ্যেই দলে দলে নেতাকর্মীরা আসছেন, যেভাবে পারছেন। খেয়ে না খেয়ে, চিড়া-মুড়ি সাথে নিয়ে দু’দিন আগেই অনেকে সমাবেশস্থলে এসে পৌঁছে গেছেন। এতে নির্ধারিত সময়ের একদিন আগেই সমাবেশস্থল একেবারে পূর্ণ হয়ে গেছে। বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলা রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে দলে দলে যেমন নেতাকর্মীরা আসছেন, তেমনি পার্শ্ববর্তী জেলা মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এবং মুন্সীগঞ্জ থেকেও আসছেন অনেক নেতাকর্মী। আজ শহরের উপকণ্ঠে কোমরপুরের এম এ আজিজ ইনস্টিটিউশনের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ।
কোমরপুরের সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সেখানে এক উসবের আমেজ বিরাজ করছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নেতাকর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের আশপাশের এলাকা। নেতাকর্মীরা অটোরিকশা ভ্যান, মোটরসাইকেল, কেউ বা পায়ে হেঁটে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীদের পদচারণা ও সেøাগানে মুখরিত সমাবেশ মাঠ।
মাগুরা থেকে আসা ষাটোর্ধ এম এ হালিম বলেন, এ জালিম লুটেরা সরকারের বিরুদ্ধে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সরকারের পতন ছাড়া এ জোয়ার থামবে না। সরকার বাস, লঞ্চ সব বন্ধ করে দিয়েও জনসভা থামাতে পারছে না। এই ফরিদপুরে লাখ লাখ মানুষের সমাবেশ হবে ইন শা আল্লাহ।