অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতনসহ সকল ন্যায্য পাওনা পরিশোধের দাবি
- প্রকাশের সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ৩৮ বার পঠিত
ঢাকা: যে সময়ে সমাজের নানা অন্যায় অবিচারের কথা তুলে ধরার কথা, সেই সময়ে নিজেদের দুঃখ-কষ্ট-দুর্দশা নিয়েই রাজপথে নেমেছেন বাংলাদেশের প্রথম প্রাইভেট রেডিও স্টেশন রেডিও টুডের কর্মীরা। রোববার (২৭ মার্চ) সকাল থেকেই প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে প্রায় অর্ধশত সংবাদ কর্মী ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এসময়, অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতনসহ সকল ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান তারা, অন্যথায় আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
জানা যায, বকেয়া পড়েছে বাংলাদেশের প্রথম প্রাইভেট রেডিও স্টেশন- রেডিও টুডে এফএম ৮৯.৬ এর ৬ মাসের বেতন। গেল কয়েক বছর ধরে নেই কোন ইনক্রিমেন্ট ও উতসব ভাতা; সংকুচিত হয়েছে অন্যান্য সকল সুযোগ সুবিধাও। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন এই কর্মীরা। পকেটে নেই বাড়ি ভাড়ার টাকা, নেই বাজার করার সামর্থ। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের কষ্ট সইতে না পেরে লোক লজ্জা উপেক্ষা করেই তারা নেমেছেন রাজপথে।
অবস্থান কর্মসূচীর এক পর্যায়ে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের সড়কে বসে পড়েন বিক্ষুব্ধ কর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে রাজপথেই নিজেদের ক্ষোভ ও দাবি দাওয়ার কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক সিঙ্গাপুর ও আমেরিকায় আলিশান জীবন যাপন করলেও কর্মীদের হক মেরে খাচ্ছেন তিনি।
দ্রæত এই কর্মীদের বেতন ভাতাসহ সকল ন্যয্য পাওনা বুঝিয়ে দেওয়ার আহŸান জানান, রেডিও টুডের বার্তা সম্পাদক কাজী শাহেদুর রহমান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
ভূক্তভোগী কর্মীদের ন্যয্য দাবী আদায়ে গঠিত ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির আহŸায়ক মোসকায়েত মাশরেক বলেন, প্রতিষ্ঠানের কিছু সুবিধাভোগী এই কর্মসূচিকে নস্যাত করার ষড়যন্ত্র করছে, যারা বিভিন্ন সময়ে কোম্পানিকে লুটে পুটে খেয়েছেন, দাবি করেন তিনি। জানান, কর্মীদের প্রায় ৬ কোটি টাকা বকেয়া পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার আবারও একই দাবিতে কামাল আতাতুর্ক এভিনিউয়ের সড়কে অবস্থান কর্মসূচী পালন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।