নিউইয়র্ক ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অবশেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / ৬৬ বার পঠিত

হককথা ডেস্ক: অবশেষে তীব্র বিতর্ক আর নানা সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগ গ্রহণ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, তিনি (স্বাস্থ্যের ডিজি) পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি জানাননি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। করোনাভাইরাসের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অধিদপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতি বিশেষ করে ঢাকার রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা রোগীর পরীক্ষা এবং অনুমোদনহীন এই হাসপাতালের সাথে করোনা পরীক্ষার চুক্তির বিষয়-কে কেন্দ্র করে অতি সম্প্রতি তীব্র সমালোচনার মুখে ছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, ডা. আবুল কালাম আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের ডিজি পদে দায়িত্বে ছিলেন। এরমধ্যে চাকরির মেয়াদ শেষ হলে সরকার তাকে চুক্তিতে নিয়োগ দেয়। এর আগে তিনি এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এমবিবিএস পাস করা আবুল কালাম আজাদ ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্বও পালন করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অবশেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ

প্রকাশের সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

হককথা ডেস্ক: অবশেষে তীব্র বিতর্ক আর নানা সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগ গ্রহণ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, তিনি (স্বাস্থ্যের ডিজি) পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি জানাননি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। করোনাভাইরাসের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অধিদপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতি বিশেষ করে ঢাকার রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা রোগীর পরীক্ষা এবং অনুমোদনহীন এই হাসপাতালের সাথে করোনা পরীক্ষার চুক্তির বিষয়-কে কেন্দ্র করে অতি সম্প্রতি তীব্র সমালোচনার মুখে ছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, ডা. আবুল কালাম আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের ডিজি পদে দায়িত্বে ছিলেন। এরমধ্যে চাকরির মেয়াদ শেষ হলে সরকার তাকে চুক্তিতে নিয়োগ দেয়। এর আগে তিনি এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এমবিবিএস পাস করা আবুল কালাম আজাদ ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্বও পালন করেন।