অবশেষে এমপি রানার আত্মসমর্পণ ॥ জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
- প্রকাশের সময় : ০১:০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
- / ৭১৩ বার পঠিত
টাঙ্গাইল: জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি আমানুর রহমান খান রানা এমাপি অবশেষে আতœসমর্পণ করেছেন। জেলা ও দায়রা জজ আদালতে আতœসমর্পনের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
রোববার সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগেই টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান রানা আদালতে হাজির হন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইল শহরস্থ তার কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এমপি রানা ছাড়াও তার আরো তিন ভাই জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা এখনো পলাতক রয়েছেন।