নিউইয়র্ক ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে ২ মেয়ে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ৯৬ বার পঠিত

ঢাকা ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মায়ের সঙ্গে থাকবে। রাজধানীর বারিধারার হোটেল ইসকর্ট প্যালেসে তারা থাকবেন। খবর সাম্প্রতিক দেশকাল

প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৯টার মধ্যে যেকোনও সময় শিশুদের সঙ্গে তাদের বাবা ইমরান দেখা করতে পারবেন।

এ সময়ের মধ্যে শিশুদের মাকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধ নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ।

আজ সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাবা ইমরানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।

আজ সকালে দুই শিশুকে নিয়ে মা এরিকো আপিল বিভাগে আসেন।

পরে এরিকোর আইনজীবী আহসানুল করীম বলেন, হাইকোর্টের রায় এখনো পাওয়া যায়নি। ২৩ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করে এই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলেছেন। আর আগের আদেশ কনটিনিউ করেছেন। তাই ওই সময় পর্যন্ত শিশুরা মায়ের কাছে থাকবে। দুই শিশু নিয়ে এরিকো এখন বারিধারার একটি হোটেলে থাকেন।

এর আগে ১৫ ডিসেম্বর আপিল বিভাগ আদেশে বলেন, দুই শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মা এরিকোর কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনও সময় বাবা ইমরান শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।

গত ৫ ডিসেম্বর দুই শিশুকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এরিকো। এর আগে, ২১ নভেম্বর ওই দুই মেয়ে বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে ২ মেয়ে

প্রকাশের সময় : ১২:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

ঢাকা ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মায়ের সঙ্গে থাকবে। রাজধানীর বারিধারার হোটেল ইসকর্ট প্যালেসে তারা থাকবেন। খবর সাম্প্রতিক দেশকাল

প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৯টার মধ্যে যেকোনও সময় শিশুদের সঙ্গে তাদের বাবা ইমরান দেখা করতে পারবেন।

এ সময়ের মধ্যে শিশুদের মাকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধ নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ।

আজ সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাবা ইমরানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।

আজ সকালে দুই শিশুকে নিয়ে মা এরিকো আপিল বিভাগে আসেন।

পরে এরিকোর আইনজীবী আহসানুল করীম বলেন, হাইকোর্টের রায় এখনো পাওয়া যায়নি। ২৩ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করে এই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলেছেন। আর আগের আদেশ কনটিনিউ করেছেন। তাই ওই সময় পর্যন্ত শিশুরা মায়ের কাছে থাকবে। দুই শিশু নিয়ে এরিকো এখন বারিধারার একটি হোটেলে থাকেন।

এর আগে ১৫ ডিসেম্বর আপিল বিভাগ আদেশে বলেন, দুই শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মা এরিকোর কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনও সময় বাবা ইমরান শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।

গত ৫ ডিসেম্বর দুই শিশুকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এরিকো। এর আগে, ২১ নভেম্বর ওই দুই মেয়ে বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।