সৈয়দ আশরাফকে অব্যাহতি : দায়িত্ব পাচ্ছেন মোশাররফ
- প্রকাশের সময় : ০৬:৪৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫
- / ৯০৫ বার পঠিত
ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সচিবকে এ সংক্রান্ত নির্দেশনা দেন। এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সৈয়দ আশরাফ আপাতত দপ্তরবিহীন মন্ত্রী থাকছেন। আশরাফ দ্বিতীয় মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও গরহাজিরা নিয়ে তার সমালোচনা ছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সৈয়দ আশরাফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি কখনোই সচিবালয়ে অফিস করতেন না। মন্ত্রণালয়ের কোন বৈঠকে বা সভা সেমিনারেও থাকতেন না আশরাফ। তিনি বাসায় বসে ফাইলে স্বাক্ষর করে সরকারি বেতন ভাতা নিতেন। ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। মন্ত্রণালয় ছাড়াও সৈয়দ আশরাফ দলের মহাসচিব হলেও দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তার কাছে ভিড়তে পারতো না। যে কারনে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ ছিলেন সৈয়দ আশরাফের প্রতি। সম্প্রতি সরকারের কেবিনেটের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন। তবে গুঞ্জন রয়েছে, শিগগির কেবিনেটে পরিবর্তন আনা হবে। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠা কয়েকজন মন্ত্রী বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৭১ সালে গঠিত বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান। অপরদিকে ফরিদপুরের সন্তান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই (কন্যার শশুর)।