সেই দিন, সেই স্মৃতি!
																
								
							
                                - প্রকাশের সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
 - / ২১৭ বার পঠিত
 
সাঈদ তারেক: পুরনো ছবির ফাইল ঘাটতে গিয়ে কাল (১৬ মে, রোববার) এই ছবিগুলো পেয়ে গেলাম। চল্লিশ বছর আগের ছবি। ব্যক্তিগত সংগ্রহে আজও রয়ে গেছে। ১৯৮১ সালের এই দিনে অর্থাৎ ১৭ মে তারিখে আওয়ামী লীগের নব নির্বাচিত সভানেত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রবাসজীবন শেষে ঢাকা ফিরে আসেন। মনে আছে সেদিন বৃস্টি ছিল। দলের পক্ষ থেকে বিমানবন্দরে বিরাট সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। এরপর মোটর শোভাযাত্রা সহকারে নেত্রীকে বনানী কবরস্থানে নিয়ে আসা হয়। এখানে শায়িত তার মা ভাই নিকটাত্মীয়দের কবর জিয়ারত করেন। আমি তখন আওয়ামী লীগের মুখপত্র বলে পরিচিত সাপ্তাহিক খবরের বার্তা সম্পাদক। বেশ কয়েকটি ছবিসহ পুরো ঘটনা বিস্তারিতভাবে ছেপেছিলাম। ছবিগুলো সম্ভবত: সিনিয়র আলোকচিত্র সাংবাদিক লুৎফর রহমান বীনুর তোলা।
প্রথম ছবিতে আবেগাপ্লুত শেখ হাসিনা, দ্বিতীয়টায় ক্রন্দনরত বোনকে সান্তনা দিচ্ছেন ফুফাতো ভাই শেখ সেলিম, তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা আপনজনের সাড়িসাড়ি কবরের পাশ দিয়ে হেঁটে আসছেন, সাথের নেতানেত্রীরা তাকে সামলে রাখার চেষ্টা করছেন। চতুর্থ ছবিতে সবার সঙ্গে মোনাজাতরত।




																			
















