নিউইয়র্ক ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শপথ নিয়ে ধানমন্ত্রীকে কদমবুসি মেয়র সাক্কুর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • / ৬৩৮ বার পঠিত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১১ মে কৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে এদিন সকালের দিকে শপথ নেন মনিরুল হক।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন মনিরুল হক। এক মাস পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মনিরুল হক বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কোন দল কর তা আমি দেখতে চাই না। আমি চাই কুমিল্লায় কাজ হোক। উন্নয়নে সহায়তা দেওয়া হবে।” প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে তাঁর পা ছুঁয়ে সালাম করেছি।’ সাক্কু আরও বলেন, এর আগে ২০১২ সালে ২ ফেব্রুয়ারী প্রথমবার মেয়রের শপথ নিতে তিনি (প্রধানমন্ত্রী) আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন। আমার পরিবারের খোঁজ নিয়েছেন। আজও পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সুন্দরভাবে কাজ করতে বলেছেন। আমি বলেছি, আমি কাজ করতে চাই।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সহ মেয়র সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন ও মেয়রের ছোট ভাই কাইমুল হক উপস্থিত ছিলেন।
কাউন্সিলরদের শপথ: বাসস জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ ১১ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. মনিরুল হক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
সাধারণ আসনের ২২ জন ও সংরক্ষিত আসনের ৭ জন সদস্যসহ মোট ২৯ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ নেন। গত ২০ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২০ এপ্রিল নির্বাচিত মেয়র ও সদস্যদের গেজেট প্রকাশিত হয়। (প্রথম আলো)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

শপথ নিয়ে ধানমন্ত্রীকে কদমবুসি মেয়র সাক্কুর

প্রকাশের সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১১ মে কৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে এদিন সকালের দিকে শপথ নেন মনিরুল হক।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন মনিরুল হক। এক মাস পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মনিরুল হক বলেন, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কোন দল কর তা আমি দেখতে চাই না। আমি চাই কুমিল্লায় কাজ হোক। উন্নয়নে সহায়তা দেওয়া হবে।” প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে তাঁর পা ছুঁয়ে সালাম করেছি।’ সাক্কু আরও বলেন, এর আগে ২০১২ সালে ২ ফেব্রুয়ারী প্রথমবার মেয়রের শপথ নিতে তিনি (প্রধানমন্ত্রী) আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন। আমার পরিবারের খোঁজ নিয়েছেন। আজও পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সুন্দরভাবে কাজ করতে বলেছেন। আমি বলেছি, আমি কাজ করতে চাই।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সহ মেয়র সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন ও মেয়রের ছোট ভাই কাইমুল হক উপস্থিত ছিলেন।
কাউন্সিলরদের শপথ: বাসস জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ ১১ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. মনিরুল হক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
সাধারণ আসনের ২২ জন ও সংরক্ষিত আসনের ৭ জন সদস্যসহ মোট ২৯ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ নেন। গত ২০ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২০ এপ্রিল নির্বাচিত মেয়র ও সদস্যদের গেজেট প্রকাশিত হয়। (প্রথম আলো)