নিউইয়র্ক ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুগপৎ আন্দোলনে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৮৯ বার পঠিত

যুগপৎ আন্দোলন সফল করতে লিয়াজোঁ কমিটি গঠন করবে বিএনপি ও সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে সরকারবিরোধী সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি। গণতন্ত্র মঞ্চ আগামীকাল মঙ্গলবার বেলা ২টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবে। এ ছাড়া বিএনপির সঙ্গে দ্রুতই যুগপৎ আন্দোলনের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলে জানায় এ জোট।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবিধান সংস্কার এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার আদায়ে গণতন্ত্র মঞ্চ থেকে গতকাল ১৪ দফার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, তাদের ১৪ দফা বিএনপিকে দেওয়া হয়েছে। ১৪ দফার আলোকেই বিএনপির সঙ্গে ‘যুগপৎ আন্দোলন’ কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে একটি লিয়াজোঁ কমিটি গঠনের ব্যাপারে তারা সম্মত হয়েছেন। দ্রুতই তা হবে। সেই কমিটি থেকেই যুগপৎ আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা আসবে।

গণতন্ত্র মঞ্চের ১৪ দফার মধ্যে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন তৈরি, বেগম খালেদা জিয়াসহ ‘রাজবন্দিদের’ মুক্তির পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তনসহ আরো কিছু বিষয় রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আবুল হাসান রুবেল, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নুরুল হক নূর, রাশেদ খান, হাসনাত কাউয়ুম, ইমরান ইমন, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

 

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুগপৎ আন্দোলনে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল

প্রকাশের সময় : ০৭:৪৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

যুগপৎ আন্দোলন সফল করতে লিয়াজোঁ কমিটি গঠন করবে বিএনপি ও সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে সরকারবিরোধী সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি। গণতন্ত্র মঞ্চ আগামীকাল মঙ্গলবার বেলা ২টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাবে। এ ছাড়া বিএনপির সঙ্গে দ্রুতই যুগপৎ আন্দোলনের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলে জানায় এ জোট।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবিধান সংস্কার এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার আদায়ে গণতন্ত্র মঞ্চ থেকে গতকাল ১৪ দফার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, তাদের ১৪ দফা বিএনপিকে দেওয়া হয়েছে। ১৪ দফার আলোকেই বিএনপির সঙ্গে ‘যুগপৎ আন্দোলন’ কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে একটি লিয়াজোঁ কমিটি গঠনের ব্যাপারে তারা সম্মত হয়েছেন। দ্রুতই তা হবে। সেই কমিটি থেকেই যুগপৎ আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা আসবে।

গণতন্ত্র মঞ্চের ১৪ দফার মধ্যে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন তৈরি, বেগম খালেদা জিয়াসহ ‘রাজবন্দিদের’ মুক্তির পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তনসহ আরো কিছু বিষয় রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আবুল হাসান রুবেল, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নুরুল হক নূর, রাশেদ খান, হাসনাত কাউয়ুম, ইমরান ইমন, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।