নিউইয়র্ক ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মুরাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই : তথ্যমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / ১০৮ বার পঠিত

ঢাকা ডেস্ক : সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তার সর্বশেষ অবস্থান নিয়ে কোনও তথ্য আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে মুরাদের কোনও যোগাযোগ নেই। সুতরাং আমি বলতে পারব না।

আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তথ্য অধিদপ্তরের বিশেষ প্রকাশনা ‘মা ও শিশু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুরাদ। এরপর তার সমালোচনা করেন অনেকে। এসময় তার পদত্যাগের দাবিও ওঠে।

এরপর ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদও হারান।

এরপর গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। তবে তিনি কানাডায় প্রবেশ করতে পারেননি। কানাডার বিমানবন্দর থেকে এমিরেটসের ফিরতি ফ্লাইটে মুরাদকে দুবাই ফেরত পাঠানো হয়।

কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ভিসা পাওয়া চেষ্টায় ছিলেন। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা আর নেই তার। তাই আজ বিকেলে চূড়ান্তভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।খবর সাম্প্রতিক দেশকাল

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মুরাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৪০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তার সর্বশেষ অবস্থান নিয়ে কোনও তথ্য আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে মুরাদের কোনও যোগাযোগ নেই। সুতরাং আমি বলতে পারব না।

আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তথ্য অধিদপ্তরের বিশেষ প্রকাশনা ‘মা ও শিশু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুরাদ। এরপর তার সমালোচনা করেন অনেকে। এসময় তার পদত্যাগের দাবিও ওঠে।

এরপর ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদও হারান।

এরপর গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। তবে তিনি কানাডায় প্রবেশ করতে পারেননি। কানাডার বিমানবন্দর থেকে এমিরেটসের ফিরতি ফ্লাইটে মুরাদকে দুবাই ফেরত পাঠানো হয়।

কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ভিসা পাওয়া চেষ্টায় ছিলেন। দুবাইয়ের ভিসা পাওয়ার সম্ভাবনা আর নেই তার। তাই আজ বিকেলে চূড়ান্তভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।খবর সাম্প্রতিক দেশকাল