নিউইয়র্ক ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি : গুটি কয়েক ছাত্র-শিক্ষকের জঙ্গি কর্মকান্ডে জাতির মর্যাদা ক্ষুন্ন হচ্ছে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
  • / ১১৬৯ বার পঠিত

সন্তোষ (টাঙ্গাইল): রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সম্প্রতি কিছু বিপথগামী তরুণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া গুটি কয়েক ছাত্র ও শিক্ষকের জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার খবর বিশ্ববিদ্যালয় তো বটেই, গোটা জাতির মর্যাদাকে ক্ষুন্ন করেছে। উঠতি মেধাবী তরুণদের যারা উগ্র মৌলবাদ, সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম সম্পৃক্ত হওয়ার মদদ দিচ্ছে তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর একথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কঠোর নিয়মানুবর্তিতা, নিয়মিত পরীক্ষা ও ফলাফল প্রকাশসহ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে লাখো শহীদের আত্মত্যাগে আমাদের দীর্ঘ কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, শহীদের রক্তঋণ পরিশোধসহ স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালের প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং পরে সমাবর্তন শোভাযাত্রায় অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি সকাল সাড়ে ১১টার সময় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে তিনি টাঙ্গাইল বার সমিতির নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মুলতান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি : গুটি কয়েক ছাত্র-শিক্ষকের জঙ্গি কর্মকান্ডে জাতির মর্যাদা ক্ষুন্ন হচ্ছে

প্রকাশের সময় : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬

সন্তোষ (টাঙ্গাইল): রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সম্প্রতি কিছু বিপথগামী তরুণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া গুটি কয়েক ছাত্র ও শিক্ষকের জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার খবর বিশ্ববিদ্যালয় তো বটেই, গোটা জাতির মর্যাদাকে ক্ষুন্ন করেছে। উঠতি মেধাবী তরুণদের যারা উগ্র মৌলবাদ, সন্ত্রাসী বা জঙ্গি কার্যক্রম সম্পৃক্ত হওয়ার মদদ দিচ্ছে তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর একথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কঠোর নিয়মানুবর্তিতা, নিয়মিত পরীক্ষা ও ফলাফল প্রকাশসহ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে লাখো শহীদের আত্মত্যাগে আমাদের দীর্ঘ কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, শহীদের রক্তঋণ পরিশোধসহ স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালের প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন এবং পরে সমাবর্তন শোভাযাত্রায় অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি সকাল সাড়ে ১১টার সময় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে তিনি টাঙ্গাইল বার সমিতির নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মুলতান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।