মাওলানা ভাসানী ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা : হাসান সরকার
- প্রকাশের সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
- / ১৬৫২ বার পঠিত
টঙ্গী (গাজীপুর): বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মরহুম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তিনি স্বাধীনতা এবং প্রকৃত ইসলামি চিন্তাচেতনা ধারণ করতেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৭ নভেম্বর শুক্রবার টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় হাসান সরকার একথা বলেন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু আহমেদের সভাপতিত্বে জুমাপূর্ব অনুষ্ঠিত স্মরণসভা ও বাদ জুমায় দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
হাসান সরকার আরো বলেন, জাতির এই দুঃসময়ে মাওলানা ভাসানীর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। আলোচনা শেষে বাদ জুমা মাওলানা ভাসানীর রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মসজিদের খতিব মাওলানা সাইয়েদুর রহমান।