বিজ্ঞাপন :
ভাটা পড়েছে রেমিটেন্স প্রবাহে
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫
- / ৭৯৪ বার পঠিত
ঢাকা: অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে সামান্য ভাটা পড়েছে, যদিও এ অবস্থা সাময়িক বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৮ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন; আগের মাস সেপ্টেম্বরে তারা পাঠিয়েছিলেন ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে ৫০২ কোটি ১২ লাখ ডলার। এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ১৫ শতাংশ কম।
২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ৫০২ কোটি ৮৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন।
Tag :