নিউইয়র্ক ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • / ৭০০ বার পঠিত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ (৭৭) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৩টা ৩৭ মিনিটে র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির দূর্দিনের কান্ডারী হান্নান শাহ। বিএনপির চেয়ারপারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ কথা জানান। উল্লেখ্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। বিগ্রেডিয়ার (অব:) হান্নান শাহ’র মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীর শোখ ও সমবেদনা প্রকাশ করেছেন এবং দেশ ও প্রবাসের দলীয় নেতা-কর্মীরা শোকাহত।
মরহুম হান্নান শাহের ছেলে শাহ রিয়াদুল হান্নানের বরাত দিয়ে শামসুদ্দিন বলেন, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালের মারা যান তিনি। গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ওই হাসপাতালে তাঁর হার্টের অপারেশনও করা হয়। হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। তিনি সংসদ সদস্য ছিলেন এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
এদিকে ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরহুমের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে কফিন সরাসরি হান্নান শাহ’র মহাখালির ডিওএইচএসের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পরদিন ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস’র মসজিদ, সাড়ে এগারটায় জাতীয় সংসদ ভবনে, দুপুর দেড়টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় গাজীপুরে এবং সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দেড়টায় ঘাটুরিয়া নিজ গ্রামে চালা হাইস্কুল মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
hannan-shah_1হান্নান শাহ’র লাশের পাশে খালেদা জিয়া: অপরদিকে রাজনীতির রাজপথের প্রিয় সহকর্মীকে শেষ বারের মতো দেখতে ও পরিবারের সদস্যদের সাত্বনা দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ’র বাসায় যান সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৮ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে হান্নান শাহ’র বাসায় আসেন খালেদা জিয়া। এসময় তিনি কিছু সময় মরদেহের পাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
hannan-shah-2

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিএনপি নেতা হান্নান শাহ আর নেই

প্রকাশের সময় : ০৮:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ (৭৭) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৩টা ৩৭ মিনিটে র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির দূর্দিনের কান্ডারী হান্নান শাহ। বিএনপির চেয়ারপারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ কথা জানান। উল্লেখ্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। বিগ্রেডিয়ার (অব:) হান্নান শাহ’র মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গভীর শোখ ও সমবেদনা প্রকাশ করেছেন এবং দেশ ও প্রবাসের দলীয় নেতা-কর্মীরা শোকাহত।
মরহুম হান্নান শাহের ছেলে শাহ রিয়াদুল হান্নানের বরাত দিয়ে শামসুদ্দিন বলেন, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালের মারা যান তিনি। গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ওই হাসপাতালে তাঁর হার্টের অপারেশনও করা হয়। হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। তিনি সংসদ সদস্য ছিলেন এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
এদিকে ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরহুমের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে কফিন সরাসরি হান্নান শাহ’র মহাখালির ডিওএইচএসের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পরদিন ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস’র মসজিদ, সাড়ে এগারটায় জাতীয় সংসদ ভবনে, দুপুর দেড়টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় গাজীপুরে এবং সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দেড়টায় ঘাটুরিয়া নিজ গ্রামে চালা হাইস্কুল মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
hannan-shah_1হান্নান শাহ’র লাশের পাশে খালেদা জিয়া: অপরদিকে রাজনীতির রাজপথের প্রিয় সহকর্মীকে শেষ বারের মতো দেখতে ও পরিবারের সদস্যদের সাত্বনা দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ’র বাসায় যান সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৮ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে হান্নান শাহ’র বাসায় আসেন খালেদা জিয়া। এসময় তিনি কিছু সময় মরদেহের পাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
hannan-shah-2