প্রধানমন্ত্রীকে ১০৪৬ মামলার তালিকা বিএনপি’র
- প্রকাশের সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
- / ৩৫০ বার পঠিত
ঢাকা ডেস্ক: বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেয়া হয়েছে তার একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে দলটি। বুধবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিসহ এ তালিকা পৌঁছে দেয়া হয়েছে। এর আগে ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এ তালিকা চান।
বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আমরা আংশিক তালিকা জমা দিয়েছি। জমা দেয়া তালিকায় এক হাজার ৪৬ মামলা রয়েছে। ‘এসব মামলায় বর্তমানে কারাগারে আছে ৫ হাজার ২৭৪ জন। বিভিন্ন মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৬ হাজার ৭০০ ও অজ্ঞাত আসামি ৩ লাখ ৭০ হাজার।’
চিঠিতে বলা হয়েছে- শুভেচ্ছা নেবেন। গত কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা-এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকার্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হচ্ছে, যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত আছে।
চিঠিতে ফখরুল বলেন, ন্যূনতম কোনো সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়াচ্ছে। আশ্চর্য হলেও সত্যি যে বিএনপি ও অঙ্গসংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরও মিথ্যা মামলায় আসামি করা হচ্ছে।
‘গত ১ নভেম্বর সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবি মামলার তালিকা প্রেরণের জন্য বলেন।’ আংশিক ওই নামের তালিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে।
প্রতিনিধি দলের সদস্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, প্রধানমন্ত্রী গায়েবি ও মিথ্যা মামলার তালিকা দেয়ার জন্য বলেছেন। সেজন্য আমরা তালিকা তৈরি করে আজ (৭ নভেম্বর) তার কার্যালয়ে জমা দিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ তালিকা গ্রহণ করেছেন। পরে একটা তালিকা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাধারণ সম্পাদকের কাছে জমা দেব।