বিজ্ঞাপন :
প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেবে চবি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ৬০ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ সিদ্ধান্তের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে ডিগ্রিটা দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে
Tag :