বাংলাদেশ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে পল্লীবন্ধু পদকে আট জনের নাম ঘোষণা করেছে জাপা।
শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
পল্লীবন্ধু পদকে যাদেরকে মনোনীত কারা হয়েছে তারা হলেন- স্বাস্থ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে কবি ফজল শাহাবুদ্দিন (মরণোত্তর), কৃষিতে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সঙ্গীতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সারওয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল।
জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মার্চ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে সন্ধ্যা ৬টায় হোটেল প্যান-প্যাসেফিক সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠানিকভাবে আট বিশিষ্টজনকে পল্লীবন্ধু পদক-২০২১ প্রদান করা হবে।
প্রসঙ্গত, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই ইন্তেকাল করেন।
হককথা/এমউএ