নিউইয়র্ক ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাকায় চার বছরের শিশু কুপে : জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
  • / ৬৪৭ বার পঠিত

ঢাকা: রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় বছরখানেক ধরে পরিত্যাক্ত একটি কুপে পড়া চার বছরের শিশু জিয়াকে উদ্ধারের চেষ্টা চলচে। ফায়ার সার্ভিস বিভাগ তাকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধার করছে সকল প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিয়ার সর্বশেষ অবস্থান জানতে এলিিড মনিটর আর ক্লোজ সার্কিটের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, জিয়ার বাবা নাসিম উদ্দিন সিকিউরিটির কাজ করেন। জিয়ার বাবা নাসিম উদ্দিন সিকিউরিটির কাজ করেন। তার তিন সন্তানের মধ্যে জিয়া সবার ছোট। শিশুকে জীবিত পেতে দেশে-প্রবাসে সকল মহলের দোয়া অব্যাহত।
ZIA_DHaka-1সময় টিভি’র সরাসরি সম্প্রচার থেকে জানা গেছে, ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটার (বাংলাদেশ সময়) দিকে ৬০০ ফুট সরু গভীর কুপটি ১৪ ইঞ্চি ব্যসার্ধ। এটি ওয়াসার পাইপ লাইন। ঢাকনা বিহীন ছিলো বছর ধরে।
বন্ধুদের সাথে খেলার সময় বিকেল তিনটার (বাংলাদেশ সময়) জিয়া কুপটিতে পড়ে যায়। জিয়ার বন্ধুরা খবরটি বাসায় জানালে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে আসে এবং উদ্ধার কাজ শুরু করে।
ZIA_DHaka-3প্রথমে রশি দিয়ে জিয়াকে উদ্ধার করার চেষ্টা করা হয়। জিয়া ৩/৪বার রশিটি ধরলেও তা ধরে রাখতে পারেনি। এরমধ্যে তার জন্য জুস পাঠানো হয় এবং সেই জুস জিয়া খেয়েছে এবং উদ্ধারকর্মীদের সাথে কথাও বলেছে। এছাড়া তার জন্য অক্সিজেন ও পানি সরবরাহ করা হয়। রশি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে রশিতে বস্তা ফেলে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়। সেই চেষ্টাও ব্যর্থ হওয়ায় তৃতীয় দফায় ক্রেন দিয়ে পাইপটি উড়ে ফেলার চেষ্টা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ক্রেন আনা হয়। এই রিপোর্ট (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা, নিউইয়র্ক সময় বেলা সোয়া ১২টা) লেখা পর্যন্ত উদ্ধার কার্য চলছে।
ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের নেতৃত্ব দিচ্ছেন প্রধান মেজর শাকিল নেওয়াজ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ঢাকায় চার বছরের শিশু কুপে : জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা

প্রকাশের সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪

ঢাকা: রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় বছরখানেক ধরে পরিত্যাক্ত একটি কুপে পড়া চার বছরের শিশু জিয়াকে উদ্ধারের চেষ্টা চলচে। ফায়ার সার্ভিস বিভাগ তাকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধার করছে সকল প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিয়ার সর্বশেষ অবস্থান জানতে এলিিড মনিটর আর ক্লোজ সার্কিটের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, জিয়ার বাবা নাসিম উদ্দিন সিকিউরিটির কাজ করেন। জিয়ার বাবা নাসিম উদ্দিন সিকিউরিটির কাজ করেন। তার তিন সন্তানের মধ্যে জিয়া সবার ছোট। শিশুকে জীবিত পেতে দেশে-প্রবাসে সকল মহলের দোয়া অব্যাহত।
ZIA_DHaka-1সময় টিভি’র সরাসরি সম্প্রচার থেকে জানা গেছে, ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটার (বাংলাদেশ সময়) দিকে ৬০০ ফুট সরু গভীর কুপটি ১৪ ইঞ্চি ব্যসার্ধ। এটি ওয়াসার পাইপ লাইন। ঢাকনা বিহীন ছিলো বছর ধরে।
বন্ধুদের সাথে খেলার সময় বিকেল তিনটার (বাংলাদেশ সময়) জিয়া কুপটিতে পড়ে যায়। জিয়ার বন্ধুরা খবরটি বাসায় জানালে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে আসে এবং উদ্ধার কাজ শুরু করে।
ZIA_DHaka-3প্রথমে রশি দিয়ে জিয়াকে উদ্ধার করার চেষ্টা করা হয়। জিয়া ৩/৪বার রশিটি ধরলেও তা ধরে রাখতে পারেনি। এরমধ্যে তার জন্য জুস পাঠানো হয় এবং সেই জুস জিয়া খেয়েছে এবং উদ্ধারকর্মীদের সাথে কথাও বলেছে। এছাড়া তার জন্য অক্সিজেন ও পানি সরবরাহ করা হয়। রশি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে রশিতে বস্তা ফেলে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়। সেই চেষ্টাও ব্যর্থ হওয়ায় তৃতীয় দফায় ক্রেন দিয়ে পাইপটি উড়ে ফেলার চেষ্টা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ক্রেন আনা হয়। এই রিপোর্ট (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা, নিউইয়র্ক সময় বেলা সোয়া ১২টা) লেখা পর্যন্ত উদ্ধার কার্য চলছে।
ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের নেতৃত্ব দিচ্ছেন প্রধান মেজর শাকিল নেওয়াজ।