ঢাকায় বৃটেনের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ কুক। আগামী এপ্রিল বা মে মাসে বিদায়ী হাইকমিশনার রবার্ট ডিকসনের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন দূতের নিয়োগের বিষয়টি প্রকাশ করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বৃটেনের নতুন হাইকমিশনার সারাহ কুক ২০২০ সাল থেকে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে দক্ষিণ–পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মিজ সারাহ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকায় বৃটিশ আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর (ডিএফআইডি) -এর মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি তানজানিয়ায় বৃটেনের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান এবং সফলতার সঙ্গে মিশন সম্পন্ন করে লন্ডনে ফিরেন। সূত্রঃ মানবজিমন