টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

- প্রকাশের সময় : ০৮:০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫
- / ৫৩৪ বার পঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল): বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার বিয়াড়ামারুয়া নামক স্থানে শুক্রবার (২০ মার্চ) ভোর পৌনে ৫ টার দিকে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে হেলপার মোহাম্মদ সোহেল সর্দার (২৮) ও মুরগী ব্যবসায়ী তাহেরুল তারু (৪২) নামের ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সোহেল সর্দার বগুড়া জেলার কাহালু উপজেলার হারলতা গ্রামের জালাল সর্দারের ছেলে ও তাহেরুল তারু একই জেলার সারিয়াকান্দী উপজেলার পারতিত পরল গ্রামের আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, বিয়াড়ামারুয়া নামক স্থানে ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি পন্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে মুরগীবাহী একটি পিকআপভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের একাংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় পিকআপভ্যানের হেলপার সোহেল সর্দার ও তার পাশে বসা মুরগী ব্যবসায়ী তাহেরুল তারু।(দৈনিক মানবজমিন)