চলছে বামজোটের হরতাল, শাহবাগ মোড়ে অচলাবস্থা
- প্রকাশের সময় : ১২:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ২১ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই কর্মসূচি শুরু হয়। এখনো পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ রাখা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে এবং চতুরদিকে ব্যারিকেড বসানো হয়েছে। ফলে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এ নিয়ে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘এই হরতাল জনগণের ন্যায্য দাবি আদায়ের হরতাল। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। বিভিন্ন ধরণের আইনের মাধ্যমে এই সরকার জমিদারি ব্যবস্থা কায়েম করতে চায়। আমি বলে দিতে চাই, দেশের জনগণ একটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। এবং যারা ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেবে তারাই বিপ্লবের অংশ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করা হলে আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখব।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘আপনারা দেখেছেন আজ কিশোররা, যুবকরা রাস্তায় নেমেছে। আমাদের অধিকার আদায়ে আমাদেরই রাস্তায় নামতে হবে। আমরা দেখেছি, সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই পরিবর্তন ঘটাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
সমাবেশে ছাত্রনেতা শোভন রহমান বলেন, ‘আজকে ৬থেকে ১২টা দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে আমরা এখানে অবস্থান নিয়েছি। আওয়ামী লীগের শাসন আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের যারা ছাত্র আছি, তারা আরও কষ্টে আছি। আমাদের ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় না। দাম কিন্তু ঠিকই বেড়েছে। আমাদের এই হরতাল জনগণের প্রতিবাদের হরতাল, জনগণের অধিকার আদায়ের হরতাল।’ খবর বাংলাদেশ জার্নাল
হককথা/এমউএ