নিউইয়র্ক ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গণপরিবহণে অর্ধেক যাত্রী, কমছে দোকানপাট খোলা রাখার সময়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • / ১৪০ বার পঠিত

ঢাকা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল ও দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় কমছে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে।

তিনি আরও বলেন, বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হবে। রাত ১০টার পরিবর্তে রাত ৮ পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এটাও প্রস্তাব করা হয়েছে।

১৫ দিন পর এসব বিষয় বাস্তবায়নের কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, আজ আমি প্রপোজ (প্রস্তাব) করেছি ১৫ দিন নয়, সাতদিন করার জন্য। সেটা মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন।

এছাড়া করোনা পরিস্থিতি খারাপ হলে লকডাউনের চিন্তা মাথায় আছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন মোকাবিলায় করণীয় নিয়ে সচিবালয়ে এক জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় বসেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত আসেনি।

রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গণপরিবহণে অর্ধেক যাত্রী, কমছে দোকানপাট খোলা রাখার সময়

প্রকাশের সময় : ০৫:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

ঢাকা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল ও দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় কমছে।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে।

তিনি আরও বলেন, বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হবে। রাত ১০টার পরিবর্তে রাত ৮ পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এটাও প্রস্তাব করা হয়েছে।

১৫ দিন পর এসব বিষয় বাস্তবায়নের কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, আজ আমি প্রপোজ (প্রস্তাব) করেছি ১৫ দিন নয়, সাতদিন করার জন্য। সেটা মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন।

এছাড়া করোনা পরিস্থিতি খারাপ হলে লকডাউনের চিন্তা মাথায় আছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন মোকাবিলায় করণীয় নিয়ে সচিবালয়ে এক জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় বসেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত আসেনি।

রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি।